Event

হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র সভা অনুষ্ঠিত।।

১৫ জানুয়ারী,২০২১ ( শুক্রবার ) বিকেলে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা’র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় এবং একই দিন মাগরিবের নামাজ শেষে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার ।
সভা দুটিতে সাবেক সভাপতি ডাক্তার সি এম দেলোয়ার রানা, নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডঃ সৈয়দ শাহ এমরান, সহ সভাপতি আলী ইদরিস , কোষাধ্যক্ষ রিপন কবির লস্কর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেশ কয়েকজন অন্যান্য বিভাগীয় সমপাদক এবং উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন ।

সাধারণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে ঢাকায় বসবাসকারী হবিগঞ্জ জেলাবাসী যারা এখনও সদস্য হতে পারেননি, তাদেরকে সদস্য করা, সকল কার্যনির্বাহী সদস্য আজীবন সদস্য হওয়া এবং আরো আজীবন সদস্য করা, সংগঠনের একটি স্থায়ী অফিস স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখা, বিশেষ করে হবিগঞ্জের হাসপাতালে সংগঠনের মাধ্যমে কয়েকটি সি সি ইউ ( করোনারী কেয়ার ইউনিটে স্থাপন করা, ঢাকায় একটি এবং হবিগঞ্জে একটি এমবুলেন্স চালু করার বিষয় ছিল ।

সভাপতি সভায় উপস্থিত সকলকে জানান , সংগঠনের নির্বাহী সদস্য, হবিগঞ্জের কৃতিসন্তান, সাবেক সচিব জনাব অশোক মাধব রায় ইতিমধ্যেই দুটি এমবুলেন্স প্রাপ্তির আশ্বাস পেয়েছেন।

সাধারণ সভা শেষে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শীতার্ত মানুষের মধ্যে বন্টনের জন্য বেশকিছু কম্বল সদস্যগণের কাছে বুঝিয়ে দেয়া হয়।#

সুতাং নদী বাঁচাও আন্দোলন -এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

গতকাল (১ ফেব্রুয়ারি,২০২১) রাত ৯:00 ঘটিকার সময় ঢাকায় সুতাং নদী বাঁচাও আন্দোলন – এর একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত আন্দোলনের আহ্বায়ক মাহবুব আলম মালুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইবনে জামান শামছুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র সাধারণ সম্পাদক ডঃ সৈয়দ শাহ এমরান, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র কোষাধ্যক্ষ রিপন কবির লস্কর ও নির্বাহী সদস্য ইন্জিনিয়ার আব্দুল মজিদ, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম সজল, সিলেট পিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদদিন শুভ, লাখাই উপজেলার সচেতন নাগরিক আশরাফুল করিম প্রমুখ ।

সভায় হবিগঞ্জ জেলার অলিপুরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলি থেকে নির্গত বর্জ্য সুতাং নদীর পানি , পরিবেশ ও জীববৈচিত্র নষ্ট করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে এই দূষণ প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসনের অব্যাহত পদক্ষেপের প্রশংসা করা হয় এবং জেলা প্রশাসনের পদক্ষেপ আরো জোরদার করার দাবী উত্থাপন করা হয়।এছাড়া,পরিবেশ রক্ষার কাজে জড়িত সকল জাতীয় পর্যায়ের সংগঠন, বিজ্ঞ আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার সংস্থা, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা, ঢাকাস্থ বৃহত্তর সিলেটের সকল সামাজিক সংগঠন ও সচেতন ব্যাক্তিদের সুতাং নদী বাঁচাও আন্দোলন -এ সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থানীয়ভাবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও একটি প্রতিবেদন তৈরী করে মাননীয় বন ,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী ও সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, হবিগঞ্জ জেলা প্রশাসক, সকল জাতীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেল – কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।#

হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র

ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হবিগঞ্জ এসোসিয়েশন,ঢাকা’র ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৬মে,২০২১) রাত ৯:০০ ঘটিকা থেকে ১০:৩০ ঘটিকা পর্যন্ত সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান- -এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন, সর্বজনাব সি এম দেলোয়ার রানা ( সংগঠনের সাবেক সভাপতি), অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ ( সাবেক সাধারণ সম্পাদক), আলী ইদ্রিস( সহ- সভাপতি) , সফিকুল বারি আওয়াল ( সহ-সভাপতি) অশোক মাধব রায় ( সাবেক সচিব ও সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), জালাল আহমেদ( সাবেক অতিরিক্ত সচিব ও সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), আনোয়ার হোসেন চৌধুরী,( অতিরিক্ত সচিব, সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), মাহবুবুল আলম মালু ( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), জয়ন্ত কুমার দেব( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি ) ইবনে জামান শামছু ( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), রিপন কবীর লস্কর ( কোষাধ্যক্ষ), আহাদ উদ্দিন চৌধুরী( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি ), ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি), আ ফ ম সিরাজুল ইসলাম শামীম ( যুগ্ম সাধারণ সম্পাদক), সেলিম চৌধুরী ( যুগ্ম সাধারণ সম্পাদক) , নেওয়াজ চৌধুরি( ক্রীড়া সম্পাদক ), শফিউল ইসলাম রায়হান ( দপ্তর সম্পাদক), এডভোকেট মোঃ আলমগীর( সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি ) , ইঞ্জিনিয়ার আব্দুর রব (সম্মানিত সদস্য, কার্যনির্বাহী কমিটি ), শাহাবুদ্দিন শুভ (সম্মানিত সদস্য , আইসিটি উপ কমিটি) প্রমুখ।

উল্লেখ্য, উক্ত সভায় পরস্পর শুভেচ্ছা ও কুশল বিনিময় ছাড়াও সাংগঠনিক গুরুত্বপূর্ণ কিছু বিষযয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সংগঠনের একটি অফিস নেয়া, শীঘ্রই একটি বাস্তব-সভা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।#

হবিগঞ্জে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ।।

হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র করণীয় নির্ধারণে ভার্চুয়াল সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

হবিগঞ্জ জেলায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে ৬ আগস্ট,২০২১ (শুক্রবার) বিকালে হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা একটি ভার্চুয়াল সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন স্্গঠনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সভা পরিচালনা করেন স্্গঠনের সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান। এতে অংশগ্রহণ করেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সভাপতি ডা. সিএম দেলোয়ার রানা, সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র সচিব অশোক মাধব রায়, সম্মানিত সদস্য ও অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, সম্মানিত সদস্য ও বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানীর এডিশনাল এমডি ইমরান র‌উফ, দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হবিগঞ্জের কৃতিসন্তান ঝুনা চৌধুরী, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা.মখলিছুর রহমান, সংগঠনের সহ সভাপতি আলী ইদ্রিস, কোষাধ্যক্ষ রিপন কবীর লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, ব্র্যাক ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তা নূরুল ইসলাম বুলবুল । এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন মাহবুবুল আলম মালু, এডভোকেট শামসুল ইসলাম, জয়ন্ত কুমার দেব, খান মোহাম্মদ বাচ্চু, ইবনে জামান শামছু, শাহীন তরফদার, এ এস এম কামরুজ্জামান, আব্দুল মান্নান, নেওয়াজ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রব, দেওয়ান ইমরান রাজা, রেবেকা ইসলাম, মাহিন তরফদার, মোঃ সফিউল ইসলাম রায়হান, স্বপন তরফদার, এমাদ রনি, হেলাল আহমেদ প্রমুখ।

সভার শুরুতেই বৃহত্তর সিলেটের কৃতিসন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ হবিগঞ্জ জেলার ও বৃহত্তর সিলেটে কনোনায় আক্রান্ত সকলের রোগমুক্তির জন্য এবং করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেটে আজ পর্যন্ত মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, আগামী শুক্রবার হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা’র পক্ষ থেকে মাধবপুর , চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলায় ১টি করে ৭টি এবং অতিরিক্ত ৩টিসহ ১০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ২০টি অক্সিজেন সিলিন্ডার দেয়ার জন্য হবিগঞ্জের সিভিল সার্জনের কাছে পৌঁছে দেয়া হবে। তন্মধ্যে ৩টি তরফদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দান করবেন বলে সংগঠনের সভাপতি সভায় ঘোষণা দেন। বাকী কনসেনট্রেটর ও সিলিন্ডার কেনার জন্য সংগঠনের নেতৃবৃন্দ এবং চুনারুঘাট সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ সমিতি, ঢাকা’র সভাপতি নগদ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া কিছু কনসেনট্রেটর ও সিলিন্ডার অনুদান হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বলে সভাপতি উল্লেখ করেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা হবিগঞ্জ জেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করবে। আর‌ও সিদ্ধান্ত হয় যে, হবিগঞ্জ জেলার বিশিষ্ট নাগরিক যারা গত কয়েক মাসের মধ্যে মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে একটি ভার্চুয়াল শোকসভা অচিরেই করা হবে।#

হবিগঞ্জ এসোসিয়েশন,ঢাকা’র

কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

 

 ১৯ নভেম্বর,২০২১( শুক্রবার) হবিগঞ্জ এসোসিয়েশন,ঢাকা’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড: সৈয়দ শাহ এমরান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সংগঠনের কোষাধ্যক্ষ রিপন কবীর লস্কর ও সাংগঠনিক সম্পাদক মোঃ: জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক আঃ ফ ম সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেলিম মিয়া চৌধুরী, অশোক মাধব রায়, আনোয়ার হোসেন চৌধুরী, মোঃ: ফারুকুজ্জামান, মাহবুব আলম মালু, জয়ন্ত কুমার দেব, সেলিম চৌধুরী, জাহাঙ্গীর ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইবনে জামান শামছু, এডভোকেট শামছুল আলম কবীর, আহাদ উদ্দিন চৌধুরী, এডভোকেট আফসার উদ্দিন চৌধুরী, হাফিজুর রহমান, নেওয়াজ চৌধুরী, এডভোকেট মো: আলমগীর, রেজাউল হাসান তরফদার, আতাউর রহমান ইমরান, সফিউল ইসলাম রায়হান, এ এস এম কামরুজ্জামান, তোফায়েল আহমেদ তপু, এমাদ আহমেদ মোর্তজা, প্রশান্ত কুমার দেব, পারভেজ চৌধুরী, আব্দুল মান্নানসহ কার্যনির্বাহী কমিটির উল্লেখযোগ্য স্্খ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় গত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র পরিবর্তন ও স্্শোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি সাধারণ সভা কিংবা বর্ধিত সভা করে স্্শোধিত গঠনতন্ত্র অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের ওয়েবসাইট তৈরির অগ্রগতি বিষয়ে সাধারণ সম্পাদক সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আজীবন সদস্য ফি ৩,০০০/- টাকা ও সাধারণ সদস্য ফি বার্ষিক ২০০/- টাকা থাকবে এবং এর পর থেকে আজীবন সদস্য ফি ৫,০০০/-:টাকা ও সাধারণ সদস্য ফি বার্ষিক ৫০০/-টাকা কার্যকর হবে। সংগঠন পরিচালনার খরচ

নির্বাহের জন্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মাসিক চাঁদা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে আগামী সভায় সিদ্ধান্ত গৃহীত হবে বলে সভাপতি তাঁর বক্তব্যে বলেন।

সভায় একটি স্মরণিকা প্রকাশের ব্যাপারেও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।#